বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকর। প্রায় প্রতিদিনই পালা করে রাজ্যের তৃণমূল সরকারের নিন্দা করতে দেখা যায় তাঁকে। এবার যেমন রাজ্যজুড়ে শিশুদের জ্বর নিয়ে তাঁর মন্তব্য, বহুবার বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দিতে। যদিও এরই পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর তোপ, উত্তরপ্রদেশে গিয়ে রাজ্যপালের পরামর্শ দেওয়া উচিৎ। যেখানে অক্সিজেনের অভাবে শিশুদের প্রাণ যায়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন উপলক্ষে রাজভবনের উদ্যানে শুক্রবার বৃক্ষরোপণ করেন রাজ্যপাল। সেখানেই ধনকর রাজ্যজুড়ে শিশুদের জ্বর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমি বার বার এই বিষয়ে আলোকপাত করেছি। এ রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বিশেষ নজর দেওয়া দরকার। বাচ্চাদের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত পরিষেবাগুলিতে আলাদা নজরদারির দরকার রয়েছে। আমি আশা করব, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সুদৃঢ় হবে।’
রাজ্যপালকে এরই পাল্টা দিয়ে ফিরহাদ বলেন, ‘রাজ্যেপাল মহোদয়কে বলব এই পরামর্শগুলো উনি যেন উত্তরপ্রদেশে দেন। যেখানে ১৬টা বাচ্চা অক্সিজেনের অভাবে মারা গিয়েছে। যেখানে মানুষ অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে মারা গিয়েছে। যেখানে শ্মশানের অভাবে গঙ্গায় দেহ ভাসিয়ে দিতে হয়েছে। সেই জায়গায় উনি একটু বেশি করে সাজেশন দিন। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা একদম ঠিক আছে।’