আরএসএস ছেড়ে তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন৷ আর সেই রাগ থেকেই ত্রিপুরার এক তরুণ আরএসএস কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে৷ গুরুতর আহত ওই যুবককে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে এসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছে তৃণমূল নেতৃত্ব৷ এ দিন সন্ধ্যার বিমানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় নিয়ে আসা হয় সুদীপ দেব নামে ওই যুবককে৷
তৃণমূলের অভিযোগ, সুদীপ দেব নামে ওই যুবক ত্রিপুরায় আরএসএস-এর ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন৷ সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷ আগামী ১৫ সেপ্টেম্বর আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল সুদীপের৷ যদিও পুলিশ অনুমতি না দেওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল বাতিল করতে হয়৷
অভিযোগ, সুদীপ তৃণমূলে যোগ দেবেন জানতে পেরেই গত সোমবার তাঁকে তুলে নিয়ে যায় বিজেপি এবং আরএসএস-এর বাহিনী৷ আটকে রেখে তাঁর উপরে নৃশংস অত্যাচার করা হয় বলে অভিযোগ করেছেন সুদীপ৷ বিবস্ত্র করে সুচ ফুটিয়ে অত্যাচারের পাশাপাশি ওই যুবকের গোপনাঙ্গ এবং পায়ুদ্বারেও সজোরে একাধিকবার লাথি মারা হয় বলে অভিযোগ৷ যার ফলে সুদীপের শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়৷
সুদীপের দাবি, যেখানে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে কোনওক্রমে পালিয়ে আসেন তিনি৷ এর পর দীর্ঘ পথ হেঁটে এসে স্থানীয় কিছু আদিবাসী মানুষের থেকে সাহায্য পান৷ বিষয়টি জানতে পেরে সুদীপের সঙ্গে যোগাযোগ করে ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব৷ ঘটনার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়৷
বিষয়টি জানতে পেরে ফোনে সুদীপের সঙ্গে কথাও বলেন অভিষেক৷ আক্রান্ত ওই যুবক যেহেতু ত্রিপুরায় থেকে চিকিৎসা করাতেও ভয় পাচ্ছিলেন, তাই তাঁকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সন্ধ্যাতেই কলকাতায় পৌঁছন সুদীপ৷ যদিও এই ঘটনায় এখনও বিজেপি বা আরএসএস-এর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷