করোনা বিধিভঙ্গের অভিযোগে বুধবার ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে নোটিস পাঠিয়েছে কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। তারই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার অপমানজনক মন্তব্য করলেন প্রিয়াঙ্কা। বললেন, ‘এরকম নোটিস অনেক আসে। একশো পাই, দেড়শো পড়ি, দুশো ছিঁড়ি’।
করোনা আবহে উপনির্বাচনে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। তার মধ্যে মনোনয়ন জমার সময় ৫ জনের বেশি নেতা-কর্মীকে আনা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ, বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। এরপরই তাঁর বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গের অভিযোগ আনে তৃণমূল। একই দাবি করে কলকাতা পুলিশও। তারপরই প্রিয়াঙ্কার জবাব তলব করে নোটিস পাঠায় কমিশন।
তারই প্রতিক্রিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি বলেন, ‘আসলে তৃণমূল আমাকে ভয় পেয়েছে। তাই যেভাবে হোক আমার প্রচার আটকাতে চাইছে। মিথ্যা অভিযোগ করছে। পুলিশ তো ওখানে ছিল, কেন লোকেদের সরায়নি। আমার কোনও লোক ছিল না। আমজনতা যদি রাস্তায় বেরোন আমি কি করতে পারি। এরকম নোটিস দিনে আমি একশো পাই, দেড়শো পড়ি, দু’শো ছিঁড়ি’।
প্রিয়াঙ্কার এই মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার নিন্দা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘এটাই বিজেপির সংস্কৃতি। এমন মন্তব্য করে কমিশনের সম্মানে আঘাত হেনেছে ওঁরা’। পাল্টা বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘বিজেপি কোনওদিন কমিশনকে অপমান করে না’। তবে প্রিয়াঙ্কা ঠিক কি বলেছেন তা তাঁর জানা নেই বলেও মন্তব্য করেন জয়প্রকাশ।