চলতি মাসের শেষেই ভবানীপুরে উপনির্বাচন৷ যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসাবে দু’দিন আগে ষোল আনা মসজিদ এবং কয়েকটি দুর্গাপুজোর ক্লাবে জনসংযোগ সেরেছিলেন তিনি। আর আজ, বুধবার তিনি গিয়েছিলেন ভবানীপুরের গুরুদ্বারে। সেখানে শিখ সম্প্রদায়ের পুরুষ-মহিলাদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতাকে শুনতে হল, ‘দিদি আপনাকে দিল্লী যেতে হবে।’
এদিন শিখ সমাজের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী জাতীয় সঙ্গীতের লাইন উদ্ধৃত করে বলেন, পাঞ্জাব ছাড়া বাংলা সম্ভব নয় আবার ভারতও সম্ভব নয়। দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের কথাই এদিন তুলে ধরেন মমতা। সেইসঙ্গে বার্তা দেন, বাংলায় সেই বেঁধে বেঁধে থাকার সংস্কৃতি বহমান। তা যাতে অটুট থাকে সেই চেষ্টাই করতে হবে সকলকে মিলে।
প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একটি বড় অংশ শিখ ভোটার রয়েছে। মনোনয়নের দিনেই দেখা গিয়েছিল, অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিশপাল রানে মমতার সঙ্গে গিয়েছেন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। এদিন হরিশ মুখার্জি রোডের গুরুদ্বারে মমতাকে ঘিরে শিখ মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একদিকে তাঁরা যেমন পরিশীলিত বাংলায় স্লোগান দিলেন দিদির জন্য তেমন মমতাও দু’চার লাইন পাঞ্জাবি বললেন।