এবার এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসিকে তীব্র আক্রমণ শানালেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তাঁর দাবি, বিজেপি এবং ওয়েইসি একই দলের লোক। হায়দ্রাবাদের সাংসদ আসলে বিজেপির ‘চাচাজান’।
গত রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করা একটি মন্তব্যে আপাতত সরগরম সেরাজ্যের রাজনীতি। এক জনসভায় যোগী বলেন, আগে (অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন) রাজ্যের সব মানুষ রেশন পেত না। কারণ, ‘আব্বাজান’ বলা লোকেরাই সব রেশন নিয়ে চলে যেত। মুখ্যমন্ত্রীর সেই ‘আব্বাজান’ বক্তব্যেরই পাল্টা এবার ‘চাচাজান’ তত্ত্ব তুলে আনলেন কৃষক আন্দোলনের নেতা টিকায়েত। গতকাল এক সমাবেশে তিনি বলেন, ‘এবার উত্তরপ্রদেশে বিজেপির চাচাজান আসাদউদ্দিন ওয়েইসি এসে গিয়েছেন। ও যে করেই হোক বিজেপিকে জেতানোর চেষ্টা করবে’।
কৃষক নেতার বক্তব্য, ‘বিজেপি এবং ওয়েইসি একই দল হিসাবে কাজ করছে। ওয়েইসি বিজেপির চাচাজান। ও বিজেপিকে প্রচুর গালাগালি দেবে। কিন্তু ওর বিরুদ্ধে কোনও মামলা করা হবে না। কারণ, বিজেপি ওর থেকে সাহায্য পায়। ওয়েইসি দুমুখো। ও কৃষকদের শেষ করে দেবে। ওঁদের ছক সমঝে চলতে হবে কৃষকদের। ভোটের সময়ও ওঁরা ষড়যন্ত্র করবে। তবে আমার বিশ্বাস পঞ্চায়েত নির্বাচনের মতোই এই এলাকার মানুষ বিপ্লব করবেন’।