বিধিভঙ্গের অভিযোগে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে চিঠি দিল কমিশন। তাঁর বিরুদ্ধে মনোনয়ন পেশের দিন গাইডলাইন ভঙ্গ করে বিজেপি সমর্থকদের জমায়েতের অভিযোগ করা হয়েছে। সে কারণেই বিকেল ৫ টার মধ্যে প্রিয়াঙ্কার জবাব তলব করেছে কমিশন।
বিষয়টি নিয়ে প্রথমে কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস৷ পুলিশের পক্ষ থেকেও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একই অভিযোগ করা হয় কমিশনে৷ যদিও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
কোভিড পরিস্থিতিতে নির্বাচন উপলক্ষ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা করা যাবে না। নির্বাচন কমিশনের তরফে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়েছে, মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের উপরে বিজেপি প্রার্থীর সমর্থনে কম করে পাঁচশো মানুষের জমায়েত হয়। প্রচুর সংখ্যক বাইক, গাড়িও সেখানে রাখা হয়৷ এমন কি, ধুনুচি নাচেরও আয়োজন করা হয়৷
গোটা ঘটনায় শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে যানজট হয় বলে অভিযোগ। যেহেতু ওই রাস্তা দিয়ে এসএসকেএম হাসপাতাল এবং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের রোগীদের নিয়ে অ্যাম্বুল্যান্স যায়, তাই রাস্তা থেকে ভিড় সরিয়ে দেওয়ার অনুরোধ করে পুলিশ৷ সেই সময় ঘটনাস্থলে শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন বলে কমিশনের চিঠিতে জানানো হয়েছে৷ অভিযোগ, বার বার অনুরোধ করা সত্ত্বেও রাস্তা ফাঁকা করা হয়নি৷ কেন তিনি কমিশনের বেঁধে দেওয়া নির্দেশিকা মানলেন না, প্রিয়াঙ্কার কাছে সেই জবাবদিহি তলব করেছেন ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার৷