মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত করতে এবার ভবানীপুরে নতুন কৌশল তৃণমূলের৷ শাসক দলের লক্ষ্যে ভবানীপুরের বহুতলগুলি৷ আর সেই বহুতলগুলির বাসিন্দাদের সমর্থন পেতে দলের মহিলা ব্রিগেডকে ময়দান নামাচ্ছে শাসক দল৷
ভবানীপুরের বড় ফ্যাক্টর অবাঙালি ভোট৷ আর বিজেপি-কে টেক্কা দিয়ে অবাঙালি ভোট নিজেদের দিকে টানতে ভবানীপুর এলাকার বহুতলগুলিকে টার্গেট করেছে তৃণমূল৷ কারণ এই বহুতলগুলির অধিকাংশ বাসিন্দা অবাঙালি৷
তৃণমূলের কৌশল অনুযায়ী, দলের মহিলা ব্রিগেডকে এই বহুতলগুলিতে পাঠাবে তারা৷ এক একটি দলে থাকবেন পাঁচজন করে মহিলা কর্মী৷ বহুতলগুলির বাসিনদারা সরকারি সব প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না, তা জানার চেষ্টা করবেন ওই মহিলারা৷ বাসিন্দাদের অভাব অভিযোগও শুনবেন তাঁরা৷ তৃণমূল সূত্রে খবর, শুধু বিধানসভা নির্বাচন নয়, আগামী দিনে পুরভোটেও এই তথ্য গুলি ব্যবহার করতে পারবে শাসক দল৷
ভবানীপুর সহ রাজ্যের তিন কেন্দ্রে তৃণমূলের প্রচার কৌশল নিয়ে তৃণমূলনেতা সুখেন্দু শেখর রায় বলেন, ‘ঠিক যেভাবে দুয়ারে সরকার চলছে, সেভাবেই মানুষের দুয়ারে দুয়ারে যাবে আমাদের দল৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গুলি শুরু করেছেন, যেগুলি চালু হবে, সেগুলি সম্পর্কে মানুষকে জানাবেন তাঁরা৷ দুয়ারে তৃণমূলই নির্বাচনে আমাদের প্রচারে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে৷ এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভবানীপুরে ছোট ছোট পথসভা করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের৷’