কয়লা পাচারকাণ্ডে ইডি-র দফতরে যাচ্ছেন না আইনমন্ত্রী মলয় ঘটক। সোমবারই তাঁকে দিল্লীতে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকালে আইনমন্ত্রী জানিয়েছেন, অল্প সময়ের নোটিসে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়।
সংবাদসংস্থা সূত্রে খবর, এই মর্মে ইডি-কে একটি চিঠি পাঠিয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক। সেখানে এত কম সময়ের নোটিশে তাঁর পক্ষে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, তিনি প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিতে প্রস্তুত। তা সম্ভব না হলে কলকাতায় ডাকা হোক তাঁকে। এমনটাই ইডিকে জানিয়েছেন মন্ত্রী।
গত ৬ সেপ্টেম্বর কয়লাকাণ্ডে দিল্লীতে ডেকে পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করে ইডি। ৯ ঘণ্টা জেরার পর অভিষেককে ফের তলব করা হয়। তবে সেবার আর দিল্লীতে যাননি অভিষেক। ইমেল মারফত জানান, এত অল্প সময়ের ব্যবধানে তাঁর পক্ষে দিল্লী যাওয়া সম্ভব নয়। অভিষেকের স্ত্রী রুজিরাকেও ইতিমধ্যে সমন পাঠিয়েছে ইডি। রুজিরা তদন্তকারীদের জানিয়েছিলেন, ‘অতিমারি পরিস্থিতিতে দুই সন্তানকে ছেড়ে দিল্লী যাওয়া সম্ভব নয়। কলকাতায় বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হোক।’
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমনে বিজেপির হাত দেখছেন তৃণমূল। অভিষেক বলেছিলেন,’যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাঁদের হেনস্থা করা হচ্ছে। এটা কলকাতার ঘটনা। আমায় ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। গত ৮ ঘণ্টা ধরে ননস্টপ প্রশ্ন করা হয়েছে। তদন্তকারীদের দোষ দিচ্ছি না। তাঁরা নিজেদের কাজ করছেন। তাঁদের উপরেও চাপ দেওয়া হচ্ছে।’