ধস কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। রবিবার ধস নামে আসানসোলের কালীপাহাড়ি এলাকায়। সোমবার সেই এলাকা পরিদর্শনে যান অগ্নিমিত্রা পাল। সেখানে গিয়েই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন তিনি।
অগ্নিমিত্রা পাল এলাকায় ঢুকতেই ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। এক যুবক অগ্নিমিত্রার সামনে বলতে থাকেন, ‘ক্ষতিটা আমার হয়েছে। আমি ছিলাম সেখানে। কিন্তু এতটা ক্ষতির পরও কোনও বিজেপি যুব নেতাকে আমাদের এলাকায় দেখা যায়নি’। অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করতে দেখা যায়, ‘যুব নেতা থাকার কথা নয় সেখানে। আমাদের অন্য কোনও নেতা ছিল কি’? ওই যুবকের পাল্টা উত্তর, ‘ঘটনার পর থেকে বিজেপির কোনও মেম্বারকেই দেখা যায়নি এলাকায়’। তাঁকে রীতিমতো সম্মতি দেখাতে দেখা যায় আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীদেরও।
অগ্নিমিত্রা পালকে তখন বলতে শোনা যায়, ‘তর্ক করার কোনও জায়গা নেই।” যুবক বলেন, “তর্ক করছি না ম্যাডাম’। বিধায়কের তখন পাল্টা বক্তব্য, ‘রাতেই আমাকে মহেশ ফোন করেছিল। মহেশ আমাকে ভিডিয়ো কল করে দেখায় গোটা বিষয়টা। আমার কিন্তু মিথ্যা কথা বলার দরকার নেই’।
আসানসোল দক্ষিণে ৩ নম্বর কোলিয়ারি এলাকায় ধস নামে। সাত থেকে আটটি বাড়িতে ফাটল ধরে। ছাদ ভেঙে যায় অনেকের। তাঁরা রীতিমতো বিপজ্জনক অবস্থায় রাত কাটান। সে সময় স্থানীয় একটি ক্লাব ঘরে আশ্রয় নিয়েছিলেন ওই ক’টি বাড়ির বাসিন্দারা। তাঁরা পুনর্বাসনের দাবি তোলেন। আসানসোল দক্ষিণের বিধায়ক সোমবার সকালে এলাকা পরিদর্শনে যান। গিয়েই ক্ষোভের মুখে পড়েন বিধায়ক। এলাকায় ঢুকতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ওঠে গো ব্যাক স্লোগানও।