সম্প্রতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন বাংলার মানুষ আর তাঁর মেয়েকে চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে লড়াই করলেই জিতবেন, তার কোনও গ্যারান্টি নেই। এ নিয়েই এবার বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা দিলেন মদন মিত্র। হুগলির শ্রীরামপুরের মাহেশে পুজো দিতে গিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, দিলীপ ঘোষ তো এটাও বলতে পারতেন, শহীদ মিনার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা সম্ভব, কিন্তু তারা তা চাইবেন না।
এখানেই না থেমে ছড়া কেটে মদন বলেন, ‘আসলে ভবানীপুর থেকে কামারহাটি, সবার লক্ষ্য এবার দেশের মাটি। মমতার হাত ধরে সামনে হাঁটি, দিল্লী এবার হবে বাংলার ঘাঁটি।’ উল্লেখ্য, উপনির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গানও বেঁধেছেন মদন। কিছুদিন আগেই সারেন রেকর্ডিং। ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’ নামের গানের একটি লাইন ‘ভবানীপুর টু কামারহাটি, দিদির হাত ধরে সামনে হাঁটি।’ সেই সুরেই এদিন রাজ্য বিজেপির সভাপতিকে জবাব দেন কামারহাটির বিধায়ক।