একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠীকোন্দল, দোষারোপের পালা। নিত্যদিন ভাঙনও ধরছে দলে৷ দিকে দিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা। এবার যেমন উত্তর ২৪ পরগণার পর দক্ষিণ ২৪ পরগনাতেও ধাক্কা খেল তারা। এবার ঘর ওয়াপসি করলেন গোসাবার পরাজিত বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক ওরফে চিত্ত। আর তাতেই গেরুয়া শিবিরের অস্তিত্ব সংকট দেখা দিল এই জেলায়।
প্রসঙ্গত, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই গেরুয়া শিবিরে এসেছিলেন বরুণ। তাঁকে গোসাবা বিধানসভায় প্রার্থীও করা হয়েছিল। কিন্তু তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের কাছে প্রায় ২৩ হাজার ভোটে হেরে যান তিনি। আর তারপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর। ঘর ওয়াপসির পর তিনি বলেন, ‘তৃণমূল আমাকে পুনরায় গ্রহণ করেছে। আমি তার জন্য কৃতজ্ঞ। দল আমাকে যেভাবে যে কাজে লাগাবে আমি তা করতে প্রস্তুত।’