এবার ভাঙন অর্জুন-গড়ে। শনিবার টিটাগড় পুরসভার বিজেপির দুই কাউন্সিলর-সহ স্থানীয় কিছু নেতা ও কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও বিজেপি বলছে, যাঁরা তৃণমূল থেকে এসেছিলেন তাঁরাই ফিরে গিয়েছেন। একুশের বিধানসভা ভোটের পর থেকেই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বিজেপি ভাঙতে তৎপরতা শুরু করেছিল তৃণমূল।
এদিন টিটাগড় পুরসভার দুই বিজেপি কাউন্সিলর বিনয় লাল ও সুস্মিতা যাদবের হাতে পতাকা দলের পতাকা তুলে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে বিজেপি ছেড়ে একদল নেতা- সমর্থকও এসেছেন তৃণমূলে। উল্লেখ্য, টিটাগড়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপি নেতা মনীশ শুক্লর অনুগামী হিসেবে পরিচিত রাজু সাউ, বিকাশ সাউ তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক বলেন, “সকলেরই ভুল ভাঙছে। বিজেপির পেশিশক্তি আর বোমাবাজির রাজনীতি ছেড়ে তাঁরা তৃণমূলের উন্নয়নে যোগ দিচ্ছেন।”