রাজ্য সরকারের সিলেবাসে এবার অন্তর্ভুক্ত হল কোভিড। চলতি শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা পড়বেন করোনা সম্পর্কে বিস্তারিত তথ্য। শনিবার এমনটাই ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর।
একাদশ শ্রেণির ‘ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক’ অংশে ঢোকানো হয়েছে করোনার কথা। কোভিডের চরিত্র কি, কীভাবে তা সংক্রমিত হয়, কোভিড রুখতে কি কি করণীয়, সে সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এই অধ্যায়ে।
তবে শুধু একাদশ শ্রেণীতেই নয়, ষষ্ঠ শ্রেণীর পাঠক্রমেও করোনাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। নোভেল করোনাভাইরাস কি এবং তাকে প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এখানে। স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রোটোকলও অন্তর্ভুক্ত করা হবে।
এতদিন ছাত্র-ছাত্রীদের সংক্রমিত রোগ সম্পর্কে ধারণা দেওয়া হত। এবার থেকে করোনার মতো মারণ রোগ সম্পর্কেও বিস্তারিত পড়ানো হবে। শিক্ষার্থীদের মধ্যে করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।