বেসরকারি স্কুলগুলির বেতন জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ধার্য করল কলকাতা হাইকোর্ট। কোভিড অতিমহামারীর চক্করে প্রায় দেড় বছর বন্ধ স্কুল কলেজ। অনলাইনেই চলছে পড়াশোনা।
বেসরকারি স্কুলগুলিতে অনলাইনে পুরোদমেই ক্লাস হচ্ছে। চলছে পরীক্ষা। এই পরিস্থিতিতে বেতন সংক্রান্ত নানা জটিলতা তৈরি হয়েছে। তা নিয়েই রায় শোনাল কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে যে সমস্ত বেসরকারি স্কুলের পড়ুয়ারা এখনও পর্যন্ত বেতন জমা করেনি অবিলম্বে তাদের বকেয়া বেতন দিতে হবে স্কুলকে। বকেয়া বেতনের ৫০ শতাংশ অবিলম্বে জমা দেওয়ার কথা জানিয়েছে উচ্চ আদালত। বাকি ২৫ শতাংশ দিতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে।
এই প্রসঙ্গে এদিন হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় জানিয়েছেন অবিলম্বে বিদ্যালয়গুলিকে বেতনের বিস্তারিত বিবরণ দিয়ে সেই বিল অভিভাবকদের কাছে পাঠাতে হবে। বকেয়া বেতন কত রয়েছে তার তালিকাও আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিভাবকদের তরফে অভিযোগ, অতিমহামারী পরিস্থিতিতে বাড়তি বেতন নিচ্ছে বেসরকারি স্কুলগুলি। যে সমস্ত ক্ষেত্রের পরিষেবা তারা দিচ্ছে না, তার বেতনও নেওয়া হচ্ছে। কিছুতেই রেয়াত করা হচ্ছে না।