অন্তর্দলীয় কোন্দল অব্যাহত পদ্মশিবিরের। বিপাকে নেতৃত্ব। এবার বিদ্রোহের আঁচ পাওয়া গেল উত্তরবঙ্গ বিজেপির অন্দরমহলে। শুভেন্দুদের বিরুদ্ধে সরব হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। নির্বাচনের আগে প্রার্থী বাছাই নিয়ে দলীয় নেতৃত্বের কড়া সমালোচনায় মুখর হলেন তিনি।
দলের অস্বস্তি কিছুটা বাড়িয়ে বিধায়ক জানান, “যদি পুরনো বিজেপি কর্মীদের টিকিট দেওয়া হত, তাহলে দলের এই দিন দেখতে হত না। আসলে যাঁরা এখন বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন, তাঁরা কেউই আসলে বিজেপির লোক নয়। তাঁরা আসলে মনেপ্রাণে তৃণমূল।”
পাশাপাশি তিনি আরও বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বকে এমনভাবে বোঝানো হয়েছিল যে তাঁরা তা বিশ্বাস করে নিয়েছিলেন। যাঁরা এখন দল পাল্টাচ্ছেন, তাঁরা সকলেই বিশ্বাসঘাতক। এরা মানুষের বিক্ষোভের মুখে পড়বেন।”