কৃষি আইন নিয়ে কৃষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। তিন সদস্যের সেই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি উঠল। দাবি জানালেন খোদ কমিটির সদস্যই। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার কাছে এই দাবি করেছেন কমিটির সদস্য অনিল জে ঘানওয়াত।
গত ১ সেপ্টেম্বর প্রধান বিচারপতিকে চিঠি লিখে ঘানওয়াত জানিয়েছেন তাঁদের প্যানেলের রিপোর্ট পাবলিক ডোমেনে প্রকাশ করা হোক। এই রিপোর্টে কৃষকদের যাবতীয় সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। এবং তা সমাধানের সূত্রও দেওয়া হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আনলে কৃষক আন্দোলন স্তিমিত হবে বলে মনে করেছেন তিনি। সেকথাই জানিয়েছেন প্রধান বিচারপতির উদ্দেশে লেখা চিঠিতে।
কৃষক আন্দোলন আবারও মাথা চারা দিচ্ছে উত্তর ভারতে। ২০১৯ সালের শেষের দিকে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে এই আন্দোলন গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। তারপর কোভিড অতিমহামারীর কারণে তা অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। কিন্তু আবার দাবি আদায়ের আশায় জমায়েত করছেন কৃষকরা। আবার যাতে পরিস্থিতি আগের মতো না হয় তার জন্যেই দ্রুত কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন ঘানওয়াত। এখন দেখার তাঁর দাবিতে প্রধান বিচারপতি সাড়া দেন কিনা।
ঘানওয়াত নিজে কৃষক গোষ্ঠী শেঠকারী সংগঠনের সদস্য। বিভিন্ন সময় কৃষকদের দাবিতে সুর চড়িয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের আদেশে কৃষক আন্দোলন নিয়ে গঠিত তিন সদস্যের কমিটিতে কৃষকদের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাঁরা যে রিপোর্ট জমা দিয়েছিলেন তা শীর্ষ আদালত গুরুত্বের সঙ্গে বিচার করেনি বলেও আক্ষেপ করেছেন ঘানওয়াত।