গতবার কোভিড পরিস্থিতির কারণে পুজো কার্নিভাল বাতিল ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া প্যান্ডেলে ঢোকার ক্ষেত্রে আদালতের বিধিনিষেধও ছিল। বিসর্জনের জমায়েতের ক্ষেত্রেও মাথা গুণতি করে নিতে হয়েছিল পুলিশ প্রশাসনকে। কিন্তু এবার পুজো কার্নিভালের ব্যাপারে সম্ভাবনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেড রোডে পুজো কার্নিভাল মমতা বন্দ্যোপাধ্যায়ই শুরু করেছিলেন কয়েক বছর আগে। কলকাতা সংলগ্ন এলাকার বাছাই করা ক্লাবগুলির প্রতিমা নিয়ে শোভাযাত্রা প্রদর্শিত হয়। এক একটি ক্লাব, একএক রকম থিম তুলে ধরে কার্নিভালে। বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় কার্নিভালে। কিন্তু এবার কতটা কী করা যাবে এখন সেটাই দেখার।
মঙ্গলবার নেতাজি ইনডোরে কলকাতা পুলিশের উদ্যোগে পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মিলিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “১৫-১৭ অক্টোবর পর্যন্ত বিসর্জন চলবে। ১৮ তারিখ পুজো কার্নিভাল করা যায় কি না দেখে নেব। কোভিড পরিস্থিতি যদি ঠিক থাকে তাহলে সেটা করা যেতে পারে।”
বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরের গোড়া থেকে কোভিডের তৃতীয় ঢেউ শুরু হতে পারে। ফলে এখন থেকে পুজো কার্নিভালের বিষয়টি ঘোষণা ঝুঁকির হয়ে যাবে বলেই মত নবান্নের অনেক কর্তার। সেকারণেই পরে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, “কার্নিভালের জন্য সবাই অপেক্ষা করে থাকেন। এটা আমাদের একটা গর্বের অনুষ্ঠান। কোভিডের জন্য গতবারও আমরা করতে পারিনি।”