সবসময় হাসিখুশি থাকাটাই যেন তাঁর অভ্যাস। পাশাপাশি রকমারি সাজেও সেজে উঠতে ভালোবাসেন। তাঁর সানগ্লাসের বাহার নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনার রমরমা। তিনি হলেন মদন মিত্র। ‘এমএম’ লাইভ ফেসবুকে বেশ জনপ্রিয়। তবে এবার এমএম লাইভে আটকে থাকছেন না কামারহাটির বিধায়ক। এবার রুপোলি পর্দায় আসতে চলেছে তাঁর জীবন নিয়ে ছবি।
মদন মিত্রের বায়োপিক তৈরি হচ্ছে টলিউডে। ছবির পরিচালনা করবেন রাজা চন্দ। মদন মিত্র জানিয়েছেন গত ২ বছর ধরে তাঁর এই বায়োপিক তৈরির কথাবার্তা চলছে। তাঁকে নাকি বারবার এই নিয়ে চাপ দিয়েছেন উদ্যোক্তারা। শুধু তিনি সায় দেননি এতদিন। তবে এবার অবশেষে হ্যাঁ বললেন মদন। কামারহাটির মানুষ একুশের বিধানসভা ভোটে মদন মিত্রকেই বিধায়কের আসনে বসিয়েছেন। মদন জানিয়েছেন এই দিনের জন্যেই অপেক্ষা করেছিলেন তিনি। বিজয়ী হিসেবে তাঁকে পর্দায় দেখানো হোক, চেয়েছিলেন। তাই এখনই বায়োপিক বানানোর আদর্শ সময়।
ছবিটিতে মদন মিত্রের ভূমিকায় কে অভিনয় করবেন? টলি পাড়ায় গুঞ্জন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। অনেকেই বলছেন শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে কামারহাটির বিধায়কের ভূমিকায়। তবে এখনও তা নিশ্চিত নয়। ছবির নামও এখনও ঠিক হয়নি। উল্লেখ্য, কলেজ জীবন থেকেই রাজনীতি করেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে তাঁর যাত্রায় চড়াই উৎরাই দুইই আছে। জেল খাটা থেকে শুরু করে টলিউড তারকাদের সঙ্গে গঙ্গাপাড়ে উৎসব, বিতর্ক আর মদন মিত্র সবসময় সমান্তরালেই। ফেসবুকে রীতিমতো ফ্যান ফলোয়িং তৈরি হয়ে গেছে মদনের। আর পাশাপাশি মানুষের জন্য কাজের দায়বদ্ধতা তো আছেই। সবমিলিয়ে মদন মিত্রর বায়োপিক নিয়ে প্রবল আশাবাদী অনুরাগীমহল।