মানুষ যাতে দ্রুত তাঁর গন্তব্যে পৌঁছে যেতে পারেন সেই বিষয়ে তীক্ষ্ণ নজর রাখে রাজ্য সরকার৷ জনগণের সুবিধার্থে ইতিমধ্যেই চালু হয়েছে অনেক গুলি নতুন বাস । ২০১৯ সাল থেকে আরও বাস নামানোর নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে ট্রাম কলকাতার বরাবরের গর্ব, তাকে রক্ষা করার জন্য এবং যাত্রী সুবিধার্থে এবার নিউটাউন-রাজারহাট অঞ্চলে ট্রাম চালানোর নির্দেশ জারি করেছে রাজ্য সরকার৷
সূত্রের খবর অনুযায়ী, নিউটাউনে কিছু ট্রাম চালানো হবে। নবদিগন্ত এবং হিডকো এই বিষয়ে পরিকল্পনা করছে৷ জানা গেছে লাভজনক না হওয়াতে শহরের একাধিক জায়গাতে ট্রাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী ট্রাম বন্ধ করে দিলেও ট্রামের ঐতিহ্য রক্ষা করা হবে কারণ এটি হেরিটেজ। এখন মোট ৮৫টি ট্রাম চলে, এবার থেকে শনি ও রবিবার শীততাপ নিয়ন্ত্রিত ট্রাম চলবে। প্রয়োজনে পুলিশের নির্দেশে কিছু ট্রামরুট কমানো হতে পারে।
২০১১ থেকে এই বছর পর্যন্ত মোট ১১৮৬টি বাসরুট চালু হয়েছে। যার মধ্যে সরকারি বাস আছে ৮৪৬টি। এই খাতে খরচ হয়েছে ২২১.৭০ কোটি টাকা। সব জেলায় নতুন রাস্তা হয়েছে। বর্তমানে ৮৫টি মিডি বাস চলছে।
বিধায়ক তমোনাশ ঘোষ বলেন, ‘আগে মানুষ বাসে ঝুলে ঝুলে যেতেন তবে এখন মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনেক বাস পথে নেমেছে ফলে এখন মানুষের ভোগান্তি নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপথকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জলপথের ক্ষেত্রে বিশ্বব্যাঙ্কের সাথে কথা বলা হচ্ছে। হলদিয়ার নন্দীগ্রাম থেকে ফারাক্কার সুতি পর্যন্ত জলপথ পরিবহণকে আরও আধুনিক করে তোলা হবে বলে জানানো হয়েছে৷ যাত্রী সুবিধা এবং সুরক্ষার ক্ষেত্রে সরকার যে কোথাও কোনোরকম কার্পণ্য চান না তা বেশ স্পষ্ট এই সমস্ত কর্মসূচিতে৷