আইপিএলের লিগ টেবিলে সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাকি রয়েছে আর সাতটি ম্যাচ। এমন অবস্থা থেকে উঠে এসে প্রথম চারে জায়গা করে নেবে নাইটরা। মনে করছেন শুভমন গিল।
যে কোনও দল যোগ্যতা অর্জন করতে পারে। কিছুই আগে থেকে বলা সম্ভব নয়। আশা করব পরের সাতটি ম্যাচ আমরা জিতব। প্রথম কাজ হবে প্লে অফের যোগ্যতা অর্জন করা। তারপর দেখা যাবে কী হয়।”
করোনার জন্য আইপিএল বন্ধ করার আগে সাতটি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছিল কলকাতা। শুভমন বলেন, “প্রথম চারের মধ্যে আমরা থাকব।