পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে পেট্রোল-ডিজেলের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। ইতিমধ্যেই ৯০০ টাকা পেরিয়ে গিয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও। আর তার জেরেই মধ্যবিত্তের হেঁশেলে আগুন। আর সেই আগুনে আরও ঘি ঢেলেছে ভোজ্য তেলের দাম। কলকাতা ও সংলগ্ন এলাকায় সরষের তেলের দাম কেজি প্রতি ২০০ টাকা ছুঁইছুঁই। প্যাকেটজাত তেলের দাম তো আগেই ২০০-র গণ্ডি পেরিয়েছিল। আপাতত সেই দাম কমারও কোনও ইঙ্গিত দেখছেন না ব্যবসায়ীরা।
গত কয়েক সপ্তাহ ধরেই সরষের তেলের ঝাঁজে চোখে জল মধ্যবিত্তের। কেজি প্রতি ১৬০-১৭০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে তেলের দাম। গত দু-তিন ধরে ফের বেড়েছে রান্নার তেলের দাম। কোথাও ১৭৫ টাকা, তো কোথাও ১৯০ টাকা। কোথাও আবার তেলের দাম দুশো টাকা ছুঁইছুঁই। শুধু কলকাতা নয়, একই পরিস্থিতি জেলাতেও। তবে শুধুমাত্র বাংলা নয়, একই পরিস্থিতি গোটা দেশে। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে রাস্তায় সরষে তেলের প্যাকেট ভর্তি ট্রাক লুঠ হচ্ছে। উল্লেখ্য, আগস্টের শেষের দিকে ৪০ লক্ষ টাকা মূল্যের সরষের তেলের বোতল ও প্যাকেট ভর্তি ট্রাক লুঠ হয় বিহারে।