শুক্রবাথ সাংবাদিক বৈঠকে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। বাংলার মানুষের তৃণমূলের পক্ষে রায় মেনে নিতে পারছে না, তাই ষড়যন্ত্র করছে বিজেপি। এমনই অভিযোগ করলেন তিনি। পাশাপাশি বলেন, নিজেদের হিংসা চরিতার্থ করতে তৃণমূলের বিরুদ্ধে সরকারি এজেন্সিকে অন্যায় ভাবে ব্যবহার করছে বিজেপি। প্রশ্ন তোলেন, “সিবিআইয়ের এফআইআরে শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও ইডির চার্জশিটে কেন নাম নেই? কারণ তিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছেন।”
এই প্রসঙ্গের পরই সাংসদ তৃণমূল নেতা তথা আরটিআই কর্মী সাকেত গোখলের একটি টুইটের প্রসঙ্গ উত্থাপন করেন। যেখানে সাকেত অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে জানতে চেয়েছেন যে, ইডি প্রধান এস কে মিশ্র গত তিন বছরের তাঁর সম্পত্তির বিবরণ সরকারকে দেননি কেন? সাংসদের প্রশ্ন, এত উচ্চপদস্থ আধিকারিক যদি এইরকম অনৈতিক কাজ করেন তাহলে বাকিরা কী করবে? সুখেন্দুবাবু আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শক্তিকে একজোট করছেন তাতে ভয় পেয়েছে বিজেপি। তাই ত্রিপুরায় দলের সাধারণ সম্পাদকের ওপর, দলের অন্যান্য নেতাদের ওপর হামলা করাচ্ছে।” তাঁর প্রশ্ন, “শুধু ভোট পরবর্তী হামলা নিয়ে কথা উঠছে কেন? ভোটের সময় এবং ভোটের আগের হামলা নিয়ে কেন তদন্ত হবে না? আমাদের যে ১২ জন কর্মী খুন হয়েছেন তা নিয়ে কে তদন্ত করবে?”