এবার ভোট পরবর্তী হিংসার তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সিবিআই-এর বিরুদ্ধে তোপ দাগলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। ভোট পরবর্তী হিংসায় শোভারানি মণ্ডলের মৃত্যু মামলায় কেন্দ্রীয় গোয়েন্দারা মিথ্যাই তৃণমূল কর্মীদের ফাঁসাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এদিন বিধায়ক বলেন, ‘সিবিআই এখন আর তদন্তকারী দল নেই, নেতা হয়ে গিয়েছে। কোনও নিরপেক্ষতা নেই। শোভারানি মণ্ডল নামের ওই বৃদ্ধা আচমকা পড়ে গিয়ে মারা যান। তাঁকে কেউ খুন করেনি। পড়ে গিয়ে তাঁর মাথার পেছনে আঘাত লেগেছিল। কোনও তৃণমূল কর্মী এই ঘটনায় যুক্ত নয়। কিন্তু, একটি মিথ্যা মামলা সাজিয়ে সিবিআই আধিকারিকরা আমাদের দলীয় কর্মীদের ফাঁসাচ্ছেন।’
শুধু তাই নয়৷ এখানেই না থেমে তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘সিবিআই এখন পোষা নেতা। আমি নিজে দেখেছি, বিজেপি কর্মীর মৃত্যু মামলায় বিজেপি বিধায়ক পবন সিং খোদ সিবিআই প্রতিনিধিদের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছেন। সেখানে গিয়ে বিধায়কের সামনেই তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিরপেক্ষতা কোথায়!’