ছত্তীসগঢ়ে বিধানসভা ভোট এখনও দেড় বছর বাকি। কিন্তু রাজনীতির পারদ এখন থেকেই চড়তে শুরু করে দিয়েছে। শুরু হয়ে গিয়েছে তপ্ত বাক্য বিনিময়। বিজেপি কর্মীরা সবাই মিলে একসঙ্গে থুতু ফেললেই নাকি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ছত্তীসগঢ়ের কংগ্রেস সরকার। এমনই বিতর্কিত মন্তব্য করলেন সে-রাজ্যে বিজেপির দায়িত্বে থাকা ডি পুরণ্ডেশ্বরী।
দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে জগদলপুরে ছত্তীসগঢ়ে বিজেপির তিন দিন ব্যাপী চিন্তন শিবির চলছিল। দলের নিচু তলার কর্মীরা যাতে সর্বশক্তি নিয়ে ছত্তিশগড় কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে আনতে পারেন, তার জন্য ঝাঁঝালো বার্তা দিচ্ছিলেন ছত্তীসগঢ়ে বিজেপির সাধারণ সম্পাদক ডি পুণ্ডরেশ্বরী। ভূপেশ বাগেলের সরকারকে ২০২৩ সালে সরানোর জন্য গেরুয়া ঝড় তুলতে উঠে পড়ে লেগেছে বিজেপি নেতৃত্ব।
চিন্তন শিবিরের শেষ দিনে পুরণ্ডেশ্বরী দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের আমি একটি সংকল্প নিয়ে এগিয়ে যেতে আহ্বান করছি। আপনারা যদি পিছন ফিরে স্রেফ থুতু ফেলেন, তাহলেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন ভূপেশ বাঘেল এবং তাঁর মন্ত্রিসভা। আপনারা যদি একটি সংকল্প নিয়ে কাজ করে যান, তাহলে আমি নিশ্চিত ২০২৩ সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবেই’।
পাল্টা প্রতিক্রিয়ায় ভূপেশ বাগেল এই ধরনের ‘কুরুচিকর’ মন্তব্যের নিন্দা করেছেন। তাঁর কথায়, ‘এই ধরনের মন্তব্য বিজেপির থেকে আশা করিনি। এই ধরনের মন্তব্যের কী উত্তর দেবে? আমি ভাবিনি বিজেপিতে যোগ দেওয়ার পর পুণ্ডরেশ্বরীর মানসিকতা এতটা নেমে যাবে। যদি কেউ আকাশের দিকে থুতু ছেটায়, তাহলে সেই থুতু নিজের গায়ে এসেই পড়ে’।