ভোট পরবর্তী অশান্তি মামলার রায়ে কিছুটা পরিবর্তন করল কলকাতা হাইকোর্ট৷ ভোট পরবর্তী অশান্তির অভিযোগের তদন্তে রাজ্য সরকার গঠিত সিট কাজ করবে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের নজরদারিতে৷ এর আগে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ জানিয়েছিল, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে সিটের তদন্ত হবে৷ এ দিন সেই নির্দেশেই পরিবর্তন করে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ৷
জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে ভোট পরবর্তী অশান্তির মোট ১৯৭৯টি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে তার মধ্যে ১৩৬টি গুরুতর অভিযোগের তদন্ত করছে সিবিআই৷ বাকি মামলাগুলির তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে রাজ্য সরকার৷ অবসরপ্রাপ্ত বিচারপতি মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বেই তদন্ত করতে হবে সিট-কে৷
কলকাতা হাইকোর্টের পর বম্বে হাইকোর্টেরও প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন মঞ্জুলা চেল্লুর৷ কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতিও ছিলেন তিনি৷ ২০১৭ সালের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন তিনি৷ কর্ণাটক হাইকোর্টেরও প্রথম মহিলা বিচারপতি ছিলেন বিচারপতি চেল্লুর৷ তাঁর প্রশাসনিক দক্ষতার এখনও প্রশংসা করেন কলকাতা হাইকোর্টের অভিজ্ঞ আইনজীবীরা৷ ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি চেল্লুর৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন চিট ফান্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন তিনি৷