পরনে কেবল একটি স্যান্ডো গেঞ্জি ও জাঙ্গিয়া! ট্রেনের মধ্য়ে এভাবেই ঘুরে বেড়াচ্ছেন এক যাত্রী। অপর যাত্রীরা পোশাক নিয়ে অসন্তোষ প্রকাশ করতেই তিনি পাল্টা গালিগালাজও করেন। এমনই কাণ্ড ঘটিয়েছেন জেডিইউ-র বিধায়ক গোপাল মণ্ডল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিধায়কের অন্তর্বাস পরা ওই ছবি।
বৃহস্পতিবার পটনা-নয়া দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেসের এ-১ কোচে দিল্লি যাচ্ছিলেন ভাগলপুরের গোপালপুরের বিধায়ক গোপাল মণ্ডল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই যাত্রীরা দেখতে পান ওই বিধায়ক কেবল একটি গেঞ্জি ও জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াচ্ছেন। স্বাভাবিকভাবেই যাত্রীরা এই দৃশ্য দেখে অস্বস্তিতে পড়েন।
এক যাত্রী ওই বিধায়ককে সভ্য পোশাক পরতে বলায় তিনি গালিগালাজ করতে শুরু করেন এবং যাত্রীদের সঙ্গে অশালীন আচরণও করেন। ধীরে ধীরে বচসা আরও বাড়ে। এরপরই আরপিএফের দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইস্ট-সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও বলেন, ‘একাধিক যাত্রীর কাছ থেকে ওই বিধায়কের পোশাক ও ব্যবহার নিয়ে অভিযোগ জমা পড়ে। এই অভিযোগের ভিত্তিতেই আরপিএফ ও টিটিই-কে পাঠানো হয়। তারা দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করেন’।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা ভাইরাল হতেই বিহারের ওই বিধায়ক নিজের আচরণের সাফাই দিয়ে বলেন, ‘আমার পেট খারাপ ছিল, বারবার শৌচালয়ে যাচ্ছিলাম। সেই সময়ই ছবিটি তোলা হয়েছে। আমি সম্পূর্ণ সত্যি কথাই বলছি’।