গত বছরের মার্চে দেশে করোনার দাপট শুরু হওয়ার সময় তবলিগি জামাত সংগঠনের জমায়েতকে দায়ী করা নিয়ে একটি পিটিশন জমা পড়েছিল শীর্ষ আদালতে। এবার তার শুনানিতেই সংবাদমাধ্যমের একাংশ তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত বলেছে, সংবাদমাধ্যমের একাংশ যেভাবে সংবাদ পরিবেশন করছে তাতে সাম্প্রদায়িকতার ছোঁয়া রয়েছে।
এদিন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, ‘সমস্যাটা হল, এদেশের সব কিছুকেই সাম্প্রদায়িকতার দৃষ্টিভঙ্গিতে দেখতে চায় সংবাদমাধ্যমের একাংশ। এটাই সমস্যা। এর ফলে দেশের নামই খারাপ হবে।’ গত বছরের মার্চে রাজধানীর মার্কাজ নিজামুদ্দিনে তবলিগি জামাতের জমায়েত হয়েছিল। সুপ্রিম কোর্টে জমা পড়া পিটিশনে দাবি করা হয়েছে কোভিডকে সাম্প্রদায়িক রং দিচ্ছে বহু সংবাদমাধ্যম।
এদিনের শুনানিতে ওয়েব পোর্টালগুলিকেও ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, ‘ওয়েব পোর্টালগুলি কেবল প্রভাবশালী কণ্ঠস্বরের কথাই শোনে। দায়িত্বজ্ঞানহীনের মতো প্রতিষ্ঠান ও বিচারপতিদের বিরুদ্ধে যা খুশি লেখে। ওরা কেবলই প্রভাবশালীদের বিষয়ে উদ্বেগ দেখায়। বিচারপতি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষদের নিয়ে কোনও মাথাব্যথা নেই। আমাদের অভিজ্ঞতা তাই বলে।’