এর আগে পেগাসাস, জনগণনা সহ একাধিক ইস্যুতে বিজেপির সিদ্ধান্তের বিরোধিতা করেছে জেডিইউ। সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে উভয় দলের প্রকাশ্যে মতবিরোধ সামনে এসে পড়ছে বার বার। এর আগে পেগাসাস, জনগণনা সহ একাধিক ইস্যুতে বিজেপির সিদ্ধান্তের বিরোধিতা করেছে জেডি(ইউ)। এমনকি জেডি(ইউ) প্রধান নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদের যোগ্য বলেও দাবি করেছে দল।
এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিল এই এনডিএ জোট সঙ্গী। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২৫ টাকা বেড়েছে আজ। ২ সপ্তাহ আগে গত ১৭ আগস্ট ২৫ টাকা দাম বেড়েছিল। এর আগে গত ১ জুলাইতেও ২৫ টাকা দাম বাড়ানো হয়েছিল।
সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের যে দাম আজ বাড়ানো হয়েছে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছে জেডি(ইউ)। তাদের কথায়, এই মূল্যবৃদ্ধি একাধিক রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে। জেডিইউয়ের প্রধান জেনারেল সেক্রেটারি কে সি ত্যাগী একটি সংবাদমাধ্যমে এই প্রসঙ্গে বলেন, গত সাত বছরে ১১৬ শতাংশ দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের, পেট্রোলের দাম বেড়েছে ৪২ শতাংশ এবং ডিজেলের দাম বেড়েছে ৫৫ শতাংশ।
ত্যাগীর মন্তব্য, “পেট্রোলিয়াম পণ্যের দাম অভূতপূর্ব ভাবে বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল-ডিজেলের দাম কোথায় দাঁড়িয়েছে দেখুন। হেঁসেলের বাজেটেও থাবা বসানো হয়েছে। এটা খুবই উদ্বেগজনক। জোটসঙ্গী হিসেবে আমরা সরকারকে পরামর্শ দিতে চাই যে সাম্প্রতিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা উচিত সরকারের। কারণ আগামী কয়েক মাসের মধ্যে অনেক রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এক সাংবাদিক সম্মেলনে তথ্য প্রকাশ করে তিনি দাবি করেন, গত সাত বছরে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়িয়ে ২৩ লক্ষ কোটি টাকা উপার্জন করেছে দেশের নরেন্দ্র মোদি সরকার এবং মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতি এই টাকা থেকে উপকৃত হচ্ছেন।
পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে অপর একটি সংবাদসংস্থাকে জেডি (ইউ) নেতা জানিয়েছেন, জনগণের সুবিধার জন্য পেট্রোল-ডিজেলের দাম কমানো উচিত সরকারের। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও।