করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত। রাজ্য সরকারের জারি করা কড়া বিধিনিষেধের জেরে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। তাই আর গড়িমসি নয়, উপনির্বাচন করতে হলে এখনই করা হোক। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে হওয়া বৈঠকে বুধবার এমনটাই জানিয়েছেন এ রাজ্যের কমিশন কর্তারা। ৭টি রাজ্য-সহ এ রাজ্যের ডেপুটি সিওদের সঙ্গে এদিন বৈঠক করে কমিশন। সূত্রের খবর, সেই বৈঠকেই আগামী সময় পুজোর ছুটির কথা উল্লেখ করে এখনই নির্বাচনের পক্ষে সায় দেন কমিশন কর্তারা।
সূত্র মারফৎ জানা গিয়েছে, বুধবারের বৈঠকে মূল তিনটি বিষয় জানতে চাওয়া হয় কমিশনের পক্ষ থেকে। প্রথমত, রাজ্যে কোভিড পরিস্থিতি কেমন? দ্বিতীয়ত, পুজোর ছুটি কবে থেকে কতদিন পর্যন্ত? তৃতীয়ত, রাজ্যে বন্যার পরিস্থিতি এখন কেমন? যারা ভোটের কাজে যুক্ত, সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না সে প্রসঙ্গও উঠে আসে বৈঠকে। রাজ্যের কমিশন কর্তারা জানিয়েছেন, তাঁরা ভোট করতে প্রস্তুত। এই মুহুর্তে ভোট হলে সমস্যা নেই। কারণ অক্টোবরে ১০ থেকে ২৪ তারিখ পর্যন্ত ছুটি থাকছে দফতরে। ফলে এখনই ভোটের দিন ঘোষণা হলে ২৪ দিনের মাথায় ভোট করতে সমস্যা হবে না। উল্লেখ্য, বুধবারের এই হেভিওয়েট বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও হাজির ছিলেন।