পানাগড়ে পলিফিল্ম শিল্প ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজ্যে একাধিক শিল্প স্থাপনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পানাগড়ে বিনিয়োগ হবে ৮ হাজার কোটি টাকা। পাশাপাশি রাজ্যে ইথানল তৈরির শিল্প গড়ে ওঠার কথা জানালেন মমতা। এতে বিনিয়োগ হবে ১৫০০ কোটি টাকা।
মমতা বন্দ্যেপাধ্যায় এদিন বলেন, রাজ্যে ইথানল তৈরিতে গুরুত্ব দেবে রাজ্য সরকার। এই জৈব জ্বালানী আমাদের পেট্রোল, ডিজেলের চাহিদা কম করবে। বিপুল টাকা বাঁচবে। প্রায় অর্ধেক দামে ওই জ্বালানী পাওয়া যাবে। জেনে রাখুন ওই জ্বালানী তৈরি হয়ে ভাঙা চাল থেকে। ফলে ওই ভাঙা চাল ইথানল শিল্প কিনে নিলে রাজ্যের কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন। এতে ইথানল শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্পও গড়ে উঠবে।
মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, ‘ডানকুনি থেকে পানাগড় হয়ে রঘুনাথপুর পর্যন্ত একটি ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরি হবে। এই করিডর যুক্ত করা হবে অমৃতসরের সঙ্গে। রঘুনাথপুর এস্টেটেও লক্ষাধিক কর্মসংস্থান হবে বলে খবর। সেখানে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে জঙ্গলমহল সুন্দরী।’
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘দেউটা পাঁচামি এখান থেকে এক ঘণ্টার রাস্তা। দুনিয়ায় দ্বিতীয় বৃহত্তম কোল মাইন একানেই তৈরি হবে। ১৫ হাজার কোটি বিনিয়োগ হবে এখানে। এটি তৈরি হয়ে গেলে আগামী একশো বছরে বিদ্যুতের অভাব হবে না। এতে শিল্পের সুবিধে হবে। ওই খনি তৈরির জন্য যে রিহ্যাবিটিটেশন হতে চলেছে তাতে জমিদাতাদের চাকরি হবে, ঘর হবে, সবকিছুই হবে’।