রাতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়গান গাইতে দেখা যায় বিজেপিকে। তারা দাবি করে, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।’ অর্থাৎ মোদী মানেই মুশকিল আসান। তাঁর পক্ষে সব সম্ভব। তিনি সব পারেন। বিজেপির ওই স্লোগানকে কটাক্ষ করেই বুধবার থেকে পাল্টা প্রচারে নামল কংগ্রেস। নানান ইস্যু তুলে তারা নিশানা করল প্রধানমন্ত্রীকে। স্লোগান তুলল, মোদী হ্যায় তো মেহেঙ্গাই হ্যায়। তাঁদের স্পষ্ট ইঙ্গিত, দেশের এই যে সংকট তাঁর প্রধান কারণ নরেন্দ্র মোদী। তিনিই মুশকিল।
প্রসঙ্গত, আগামী বছর গোড়ার দিকে পাঁচ রাজ্যের ভোট রয়েছে। যা নিয়ে রাজনৈতিক সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই মূল্যবৃদ্ধি, দেশজুড়ে সাম্প্রদায়িক হানাহানি, দলিত-সংখ্যালঘুদের ওপর নির্যাতন ইত্যাদি নিয়ে ময়দানে নামল কংগ্রেস। প্রাথমিক ভাবে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ডিজিটাল ময়দানে নেমেছে তারা। পেট্রোল-ডিজেলের দাম বাড়লে যে জিনিসপত্রের দাম বাড়ে তা অর্থনীতির স্বাভাবিক নিয়ম। কংগ্রেস সেটাকেই তুলে ধরতে চেয়েছে। চলতি মাসেই দেশজুড়ে প্রতিবাদে নামছে তারা।