নিরাপত্তার ঘেরাটোপে দুর্গাপুর। বিকেলে শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর গন্তব্য পানাগড় শিল্পতালুক। সেখানেই কাল তাঁর হাত দিয়ে স্থাপন হবে একটি কারখানার ভিত্তিপ্রস্তর।
পানাগড় শিল্পতালুকে শিল্পায়নের বার্তা দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তার পর এবার সেখানেই স্থাপন হচ্ছে একটি পলিফিল্ম কারখানা। বুধবার চারশো কোটি টাকার ওই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কারখানায় কয়েকশো মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার বিকেলে কপ্টারে দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামবেন দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম। বুধবার দুপুর দেড়টা নাগাদ পানাগড় শিল্পতালুকে ওই বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কথা বলবেন উদ্যোগপতিদের সঙ্গে।
অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের প্রস্তুতি দেখতে আজ পানাগড় শিল্পতালুকে আসেন আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনার সুধীর কুমার নীলকণ্ঠম। আসেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
বুধবার যে বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্থর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্থাপিত হবে তার উৎপাদন শুরু হতে ৩ বছর সময় লাগবে।