ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াতে দিল্লী উড়ে গেলেন রাজ্যের সাংসদ, বিধায়ক, মন্ত্রীদের প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুর এবং বিকেলে দফায় দফায় বৈঠক রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী, নীতি আয়োগের সঙ্গে। সূত্রের খবর, এদিন দুপুর আড়াইটে নাগাদ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, মানস ভুঁইয়ারা। তারপর বিকেল ৪টে নাগাদ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নীতি আয়োগের সঙ্গে বৈঠক রয়েছে। আপাতত এই সূচিই চূড়ান্ত। দুই বৈঠকে যোগ দিতে সোমবার রাতেই দিল্লী উড়ে গিয়েছে ৮ জনের প্রতিনিধি দল।
চলতি মাসের প্রথম দিকে অতিবৃষ্টির জেরে ঘাটাল ও সংলগ্ন এলাকা প্লাবিত হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে পড়ে যে মুখ্যমন্ত্রী নিজেই তা দেখতে ছুটে যান। এই ভয়াবহ অবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মমতা । একে ‘ম্যান মেড’ বন্যা হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। দীর্ঘদিনের পরিকল্পনা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না কেন? প্রশ্ন তুলে কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হন। এ প্রসঙ্গে দলের সাংসদদের নির্দেশ দেন, দিল্লী গিয়ে যেন কেন্দ্রকে এ বিষয়ে চাপ দেওয়া হয়।
সেই নির্দেশ মেনেই কার্যত দিল্লী গেলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে যেহেতু দুই মেদিনীপুরেই বন্যার অভিশাপ থেকে মুক্ত হতে পারবে, তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে দুই জেলার সাংসদ, বিধায়করাও গিয়েছেন। সূত্রের খবর, ৮ জনের প্রতিনিধি দলে রয়েছেন ঘাটালের সাংসদ-অভিনেতা দেব, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। রয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, অজিত মাইতিও। তাঁরা সকলেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী এবং নীতি আয়োগের সঙ্গে বৈঠকে হাজির থাকবেন বলে খবর।