বিনিয়োগের জন্য বাংলার নতুন ঠিকানা পানাগড় শিল্পতালুক। সেখানে তৈরি হচ্ছে একাধিক শিল্প। গড়ে তোলা হচ্ছে শিল্পবান্ধব পরিবেশ। ইতিমধ্যে ওই শিল্পতালুকে গড়ে উঠছে পলিফিল্ম কারখানা। সেই কারখানার শিলান্যাস করতে মঙ্গলবারই পানাগড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকে বেশকিছু নতুন ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে দুর্গাপুরের শহীদ ভগত সিং স্টেডিয়ামে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। প্রশাসনিক সূত্রে খবর, দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রিযাপন করবেন। সেই কারণে প্রশাসনিক তৎপরতা রীতিমতো তুঙ্গে। সুত্রের খবর, মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সার্কিট হাউসে তিনি ভার্চুয়ালভাবে প্রশাসনিক বৈঠকও করতে পারেন। বুধবার দুপুরে পানাগড় শিল্পতালুকে ওই বেসরকারি কারখানার শিলান্যাস করবেন তিনি।
উল্লেখ্য, শহীদ ভগত সিং স্টেডিয়ামে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। প্রশাসনিক সূত্রে খবর, দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রিযাপন করবেন। সেই কারণে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সুত্রের খবর, মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সার্কিট হাউসে তিনি ভারচুয়ালভাবে প্রশাসনিক বৈঠকও করতে পারেন। বুধবার দুপুরে পানাগড় শিল্পতালুকে ওই বেসরকারি কারখানার শিলান্যাস করবেন তিনি। এবছর তৃতীয়বারের জন্য বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ক্ষমতায় ফেরার পর প্রথমবারের জন্য উত্তরবঙ্গ যেতে চলেছেন তিনি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের প্রথমদিকেই উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী। তবে এখনও তাঁর সফরসূচী চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছে সূত্র।