একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যের সংগঠন বৃদ্ধির চেষ্টা। ত্রিপুরায় বিধানসভা নির্বাচন রয়েছে ২০২৩ সালে। আর সেই ভোটকে ‘পাখির চোখ’ করেই বিপ্লব দেবের রাজ্যে সংগঠন তৈরি এবং প্রসারে নজর দিয়েছে দল। এবার যেমন ত্রিপুরাতে খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গড়েই বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। এদিন বিপ্লব দেবের বিধানসভা কেন্দ্র বনমালীপুরের একাধিক বিজেপি নেতাকর্মী তৃণমূলে যোগ দিলেন। ত্রিপুরার নেতা সুবল ভৌমিকের সঙ্গেই এই যোগদান পর্বে হাজির ছিলেন জয়া দত্ত এবং সুজাতা মণ্ডল খাঁও।
তৃণমূলের দাবি, মণ্ডল সভাপতি সহ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের একাধিক সামনের সারির বিজেপি নেতা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সামিল হয়েছেন। উল্লেখ্য, গতকালই আগরতলার তুলসীবতী স্কুলে একাধিক বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক, নেতাদের নিয়ে বৈঠক করেছেন সুদীপ রায় বর্মন। কয়েক দিন আগে তাঁরা কলকাতায় এসে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন বলেও জানা গিয়েছিল। রবিবার সন্ধ্যায় সুদীপের এই বৈঠক নিয়ে আগরতলায় বিস্তর চর্চা চলেছে। সোমবার মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই যোগদান পর্ব সারল তৃণমূল।