বিতর্কিত বা বেফাঁস মন্তব্য করায় গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের জুড়ি মেলা ভার। আর সেই তালিকায় একেবারে ওপরের দিকেই নাম রয়েছে তথাগত রায়ের। এবার রাজ্যের উপনির্বাচন নিয়ে মন্তব্য করে নয়া বিতর্ক তৈরি করলেন তিনি। রাজ্যের ৭ টি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা। তৃণমূলের তরফে দ্রুত নির্বাচন করানোর কথা বলা হলেও কোনও সিদ্ধান্তে আসেনি নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে তথাগতর একটি টুইটকে ঘিরে আলোচনা শুরু রাজনৈতিক মহলে। কারণ, রবিবার টুইটে তিনি দাবি করেছেন, জগদ্ধাত্রী পুজোর আগে হবে না উপনির্বাচন।
তথাগত টুইটে লেখেন, ‘১৫ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় লোকাল ট্রেন চলবে না। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত উপনির্বাচনও হবে না।’ বঙ্গ বিজেপি যে উপনির্বাচন এখন চায় না তা আগেই তারা স্পষ্ট করে দিয়েছে। কিন্তু এবার তথাগত যেভাবে সরাসরি এ হেন দাবি করলেন তাতেই তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, বিজেপির কথা মতই কি চলছে নির্বাচন কমিশনের কাজ? উল্লেখ্য, এর আগেও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় টুইটে লিখেছিলেন, ‘বাংলায় লোকাল ট্রেন, স্কুল-কলেজ বন্ধ। একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতিতে উপনির্বাচন কী করে হবে।’