খবর শোনা যাচ্ছিল আগে থেকেই। মঞ্চও প্রস্তুত ছিল। এবার নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে যোগদান পর্বও সম্পন্ন হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে আবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। রবিবার দুপুরে তৃণমূল সাংসদ মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চৌরঙ্গীর তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন শিখা মিত্র। তাঁকে তৃণমূলের ‘বঙ্গ জননী বাহিনী’র গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হবে বলে খবর।
দলীয় পতাকা হাতে নিয়ে শিখাদেবী বলেন, “মমতা নিজে ফোন করেছিল আমাকে। বলেছে দলে যোগদানের কথা। ওর খুব ইচ্ছে ছিল, আমি আবার দলে সক্রিয় হই। আমারও খুব আনন্দ হয়েছিল সেদিন। ওর ইচ্ছা পূরণ করতে আজ দলে আবার এলাম। আমি তো কখনও তৃণমূল ছাড়িইনি। দলে কাজ করতে করতে মতানৈক্য কিছু হতেই পারে। তার জন্য দল ছেড়ে দেওয়ার মানুষ নই।” পাশাপাশি, তিনি বিজেপি বিরোধী বার্তাও দিয়েছেন। শিখা মিত্রর কথায়, “একটা দল সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে কেন্দ্রে সরকার গড়েছে। কিন্তু এই সরকার যদি থাকে, তাহলে দেশের পক্ষে খুব খারাপ, অন্ধকার দিন নেমে আসবে শিগগিরই।”
উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে শিখা মিত্রর যোগ নতুন কিছু নয়। স্বামী সোমেন মিত্র কংগ্রেসের একান্ত অনুগত সদস্য হয়ে জীবন কাটালেও, শিখাদেবী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। মাঝে ৬ বছর দলের সঙ্গে মতানৈক্যের জেরে দূরত্ব বেড়েছিল কিছুটা। তারপর নিজেই খানিকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন শিখা দেবী। রাজনীতির জগতের সঙ্গে যোগাযোগ ত্যাগ করেছিলেন। তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফোন করেন শিখাদেবীকে। দলের ‘বঙ্গ জননী বাহিনী’র কথা উল্লেখ করে তাঁকে দলে যোগদানের আমন্ত্রণ জানান। মহিলাদের জন্য তৈরি বাহিনীতে শিখাদেবীর গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে, এ কথাও সোমেনপত্নীকে জানান মমতা।