স্বাস্থ্যসাথী কার্ড করালেন নাদনঘাট থানার সমুদ্রগড়ের ৯৬ বছরের বৃদ্ধা। শুধু তিনিই নন, তাঁর সঙ্গে রয়েছেন তাঁর সত্তরোর্দ্ধ বৃদ্ধা মেয়েও। স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে খুশি দু’জনেই। সমুদ্রগড় নসরতপুরের বাসিন্দা বছর তিয়াত্তরের বৃদ্ধা লতিকা সরকার, ছিয়ানব্বই বছরের বৃদ্ধ মা সরস্বতী ঘোষকে সঙ্গে নিয়ে থাকেন। দু’জনেরই স্বামী প্রয়াত হয়েছেন। দুইজনই বয়স্ক ভাতা পান। বয়স হলেও দু’জনে বয়সজনিত ছোটখাটো কিছু অসুখ বিসুখ ছাড়া মোটামুটি সুস্থ।
ভোটের আগে তাঁরা জানতে পারেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্প চালু করেছেন। তাই দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করেছিলেন লতিকাদেবী। সঙ্গে নাম যুক্ত রেখেছেন ছিয়ানব্বই বছরের বৃদ্ধ মা সরস্বতী ঘোষকে। ভোটের জন্য কার্ড পেতে দেরি হলেও শুক্রবার সমুদ্রগড় পারুলডাঙা স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে হাতে পান স্বাস্থ্যসাথী কার্ড। লতিকাদেবী বলেন, “কষ্ট করে দিন চলে। অসুখ বিসুখ হলে সমস্যায় পড়ে যাব। তাই স্বাস্থ্যসাথী কার্ডের কথা জানতে পেরে ভোটের আগ আবেদন করেছিলাম। আজ দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেলাম।” দুই বৃদ্ধার আত্মীয় অভিজিৎ মল্লিক বলেন, “লতিকাদেবী আমার দিদিমা। সরস্বতীদেবী তাঁর মা। দুইজনেরই বয়স হয়েছে। সরস্বতীদেবী বয়সের প্রায় সেঞ্চুরির দোরগোড়ায়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেলে আমাদের দৃঢ় বিশ্বাস সেঞ্চুরি করবে তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন উদ্যোগে আমরা খুশি।”