সরগরম রাজ্য-রাজনীতি। ত্রিপুরা নিয়ে সম্মুখ সমরে তৃণমূল-বিজেপি। সেটা শুধু ত্রিপুরার মাটিতেই নয়, বাংলাতেও। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ত্রিপুরায় তৃণমূল সংগঠন শুরু করায় পায়ের তলায় মাটি সরেছে বিজেপির। হিম্মত থাকলে, বিজেপি তৃণমূলকে আটকে দেখাক।” শুধু ত্রিপুরা প্রসঙ্গেই নয়, বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।
প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। অভিষেককেও কয়লা-কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দিল্লীতে তলব করেছে। এই প্রসঙ্গে অভিষেক বলেন, “ইডি-সিবিআই দিয়ে ধমকে-চমকে কিছু হবে না। যে রাজ্যে বিজেপি গণতন্ত্র ধ্বংস করেছে, সেখানে তৃণমূল লড়বে। পারলে আটকে দেখাক বিজেপি, চ্যালেঞ্জ রইল। বিজেপি-শাসিত রাজ্য ছিনিয়ে আনবে তৃণমূল ত্রিপুরায়, দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার যাবে। ত্রিপুরায় স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী শুরু হতে চলেছে। শেষ বিন্দু পর্যন্ত ত্রিপুরায় দলীয় কর্মীদের পাশে থাকব। লড়াইয়ের জন্য তৈরি থাকুক দলীয় কর্মীরা। পরিষেবা পেতে সিপিএম-কংগ্রেস সবাই আসুন।”