ইতিহাস গড়লেন ভাবিনাবেন প্যাটেল। রবিবার প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতলেন তিনি। প্যারালিম্পিক্সে এটাই ভারতের প্রথম পদক জয়। চীনের ঝৌ ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন ভাবিনাবেন। খেলার ফল ০-৩। প্রথম গেমে ৭-১১ ব্যবধানে হেরে যান ভাবিনা।
এদিন চীনের ঝৌ ইং প্রথম গেম থেকেই দাপট দেখাতে শুরু করেন। তাঁর ব্যাকহ্যান্ডের দাপটে দিশেহারা হয়ে যান ভাবিনাবেন। কোনও উত্তর ছিল না তাঁর কাছে। একের পর এক পয়েন্ট হারাতে থাকেন তিনি। দ্বিতীয় গেমেও শুরু থেকেই দাপট ছিল ঝৌ ইংয়ের। ৫-১১ ব্যবধানে সেই গেম হেরে যান ভাবিনাবেন। বিশ্বের এক নম্বর ঝৌয়ের কাছে সোনা জয় তখন সময়ের অপেক্ষা। তবে ভাবিনাবেনের এই পদক জয় নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে রইল সবার কাছে।