বাংলাই প্রথম রাজ্য যেখানে তফসিলি জাতি উন্নয়নের জন্যে পৃথক কাউন্সিল গঠিত হয়েছে। বৃহস্পতিবার টুইট করে এ কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, তপশিলি উপজাতির উন্নয়নের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ রাজ্য সরকার। প্রসঙ্গত, গতকালই অনগ্রসর শ্রেণি কল্যাণে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তফসিলি জাতির জন্য বাজেট বাড়ানো হয়েছে। আর এদিন প্রথম রাজ্যে নবগঠিত তফসিলি জাতি উন্নয়ন কাউন্সিলের বৈঠক হয়। সকল সদস্যকে নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তফসিলি জাতির উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পরই তফসিলি জাতি, উপজাতির উন্নয়নের পৃথকভাবে সেডিউল্ড কাস্ট এডভাইজারি কাউন্সিল তৈরি করেন মুখ্যমন্ত্রী। আর বুধবারই সেই কাউন্সিলের প্রথম বৈঠক ছিল। মমতা জানান, রাজ্যে তফসিলি পড়ুয়াদের জন্য ইংরাজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে। ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের মাধ্যমে এদের পড়াশোনার খরচ চলছে। এছাড়া এবার থেকে তাদের উচ্চশিক্ষার জন্য স্বল্পসুদে ঋণ দেওয়া চালু হচ্ছে। ইতিমধ্য়েই তফসিলি জাতির বহু মহিলা রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন। তাঁদের ‘কাস্ট সার্টিফিকেট’ দেওয়ার জন্য রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ বেশ সফল। শুধু এই শিবিরে গিয়েই খুব দ্রুত শংসাপত্র পেয়েছেন অনেকে।