দেশে করোনার দ্বিতীয় ঢেউ আগের তুলনায় অনেকটা স্তিমিত হলেও তৃতীয় ঢেউ আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষামাত্র। এরই মধ্যে অব্যাহত দেশের কোভিড গ্রাফের উত্থান-পতন। এবার যেমন ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। সোম এবং মঙ্গলবার ২৫ হাজারের ঘরে থাকলেও বুধবার তা ফের ৩৭ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ ২৪ ঘণ্টায় তা প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৩৬৬। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ৩৫ হাজার ৭৫৮ জনের প্রাণ কেড়েছে করোনা। দৈনিক মৃত্যু লাফিয়ে বেড়ে ৬৪৮।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৪ হাজার ১৬৯ জন। যার ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লক্ষ ৫৪ হাজার ২৮১। এদিকে, আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ায় গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ২ হাজার ৭৭৬। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৩২৭ জন।