এবার থেকে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ নীতিতে চলবে টিকাকরণ। শহরে টিকাকরণের এমনই নতুন নিয়ম আনল কলকাতা পুরসভা। শুধু তাই নয়। এবার থেকে সব টিকাকেন্দ্রে মিলবে প্রথম ও দ্বিতীয় ডোজ। টিকা মিলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি ডোজই মিলবে।
পুরসভার নতুন নিয়মে মঙ্গলবার সকাল থেকে পুরসভার ভ্যাকসিন সেন্টারগুলোতে চলছে ভ্যাক্সিনেশন। কেন্দ্রগুলোতে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ এক সঙ্গেই দেওয়া হচ্ছে। ফলে ভ্যাক্সিনেশন সেন্টারগুলোতে ভোর থেকেই লম্বা লাইন। এদিকে, সকাল দশটা থেকে শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়া। একই সেন্টার থেকে দুটি দল পাওয়া যাচ্ছে বলে প্রায় সকলেই খুশি। হয়রানি কিছুটা কমবে বলেই আশাবাদী সাধারণ মানুষ।