দেশে করোনার দ্বিতীয় ঢেউ আগের তুলনায় অনেকটা স্তিমিত হলেও তৃতীয় ঢেউ আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষামাত্র। এরই মধ্যে অব্যাহত দেশের কোভিড গ্রাফের উত্থান-পতন। আজও যেমন দৈনিক সংক্রমণ ২৫ হাজারের ঘরেই রয়েছে। পাশাপাশি ১৫৬ দিনের মধ্যে সর্বনিম্ন অ্যাকটিভ কেস।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩। অন্যদিকে, ভারতে এখনও অবধি ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘন্টায় মৃত ৩৫৪ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন। যার ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২। এদিকে, সংক্রমণ কম হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১৪ হাজার ৩৭৩ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১ জন, যা ১৫৬ দিনের মধ্যে সর্বনিম্ন।