সম্প্রতি দলীয় মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়তে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছিল, ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে তারা বিশেষ উদ্বিগ্ন নয়। কারণ যে একুশ জন ভোটের পরে মারা গিয়েছে তাদের মধ্যে ১৬ জনই তৃণমূলের কর্মী। আবার রবিবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই অভিযোগ করেছেন যে, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির লোকজন তৃণমূলের ওপর হামলা চালাচ্ছে। সোমবার তার পাল্টা দিতে গিয়ে বেঁফাস মন্তব্য করে দলকেই বিপাকে ফেললেন দিলীপ ঘোষ। আদালত নিয়ে করে বসলেন বিতর্কিত মন্তব্য।
এদিন ইকো পার্কে মর্নিং ওয়াকে এসে দিলীপ বলেন, ‘আমরা কোর্টকে দিয়ে সিবিআই তদন্ত করিয়ে দিয়েছি। যান ওখানে গিয়ে বলুন । এর আগে তো মানবাধিকার কমিশনের টিম এসে জেলায় জেলায় ঘুরেছিল। তখন বলেননি কেন? আমরা নাকি মেরেছি!’ স্বাভাবিকভাবেই ‘কোর্টকে দিয়ে সিবিআই তদন্ত করিয়ে দিয়েছি’ মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রাজনৈতিক মহলের বক্তব্য, দিলীপ ঘোষের কথা শুনে মনে হচ্ছে, তাঁদের নির্দেশে আদালত চলে। বিজেপি পার্টি অফিসের নির্দেশে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই মন্তব্য আসলে আদালতকে অসম্মান করা।