দিলীপ ঘোষের উত্তরবঙ্গ সফরকে কালা দিবস হিসেবে পালন করল তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতির জল্পেশ এলাকায় আসার খবর শুনেই জড়ো হয়েছিল কয়েকশো মানুষ। শুরু হয় কালো পতাকা নিয়ে বিক্ষোভ। ওঠে গো ব্যাক স্লোগান।
শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে নিয়ে জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল দিলীপ ঘোষের। একই সঙ্গে শহিদ শ্রদ্ধাঞ্জলি যাত্রার কর্মসূচিও ছিল। কিন্তু অজানা কোনও কারণে তিনি মন্দিরে যাননি। এবং জল্পেশ এলাকায় তার যেই শহিদ শ্রদ্ধাঞ্জলি যাত্রার কর্মসূচি ছিলো তা আচমকাই বাতিল হয়।
যদিও কালা দিবস পালনের কথা অস্বীকার করেন ময়নাগুড়ি ব্লক সভাপতি মনোজ রায়। তিনি বলেন, ‘কোথা থেকে এতো মানুষ কালো পতাকা নিয়ে এলো তা দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। আসলে এটা বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ। গোটা ময়নাগুড়ির মানুষ জানত আজ দিলীপ ঘোষ জল্পেশ আসবেন। শহিদ শ্রদ্ধাঞ্জলি যাত্রা করবেন। কিন্তু জল্পেশের যে ব্যক্তিকে বিজেপি শহিদ বলছে, সে কিন্তু দুর্ঘটনায় মারা গেছে। তবুও দিলীপবাবু যাবেন। সেটা তাঁদের ব্যাপার। কিন্তু কেন তিনি আজ এই কর্মসূচি বাতিল করে রামশাই চলে গেলেন তা আমিও বুঝতে পারলাম না।’