কিছুদিন আগেই আফগানিস্তান দখল করেছে তালিবান। এখনও পর্যন্ত তালিবান সরকারকে নিয়ে কোনও রকমের বিবৃতি দেয়নি ভারত। কিন্তু তারপরেও ভারতে বসে তালিবানকে সমর্থন! শুধু সমর্থন নয়, রীতিমতো তালিবানের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার। এবার এই অভিযোগে আসামের বিভিন্ন প্রান্ত থেকে ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন হবু ডাক্তারও রয়েছেন।
আসাম পুলিশ সূত্রের খবর, আসামের মোট ১১টি জেলা থেকে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাইলাকান্দির এক ডাক্তারি পড়ুয়া। এছাড়া কামরূপ, বারপেটা, ধুবুরি ও করিমগঞ্জ জেলা থেকে দু’জন করে এবং দারাং, কাছার, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া ও হোজাই জেলা থেকে এক জন করে গ্রেপ্তার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।