কংগ্রেস জমানায় যত বড় বড় দুর্নীতির অভিযোগ উঠেছে, তার প্রায় সবকটিতেই কোনও না কোনও সময় তদন্ত করেছেন তিনি। টুজি হোক বা কয়লা কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি হোক কিংবা অগস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি— সব মামলার সঙ্গেই যুক্ত ছিলেন। এবার এ হেন একাধিক হাই প্রোফাইল মামলার আধিকারিক রাজেশ্বর সিং ইডি থেকে স্বেচ্ছাবসরের আবেদন জানাতেই শুরু হয়ে গেল তাঁর বিজেপি যোগের জল্পনা। মনে করা হচ্ছে, পি চিদম্বরম, সুরেশ কালমাড়িদের মতো হেভিওয়েট কংগ্রেস নেতাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার দায়িত্বপালনের জন্য বিজেপির তরফে পুরষ্কার পেতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, রাজেশ্বর সিং একটা সময় পুলিশে যোগ দেন এনকাউন্টার স্পেশ্যালিস্ট হিসাবে। সেখান থেকে যান ইডিতে। ২০০৯ সাল থেকে তিনি ইডি আধিকারিক হিসাবে কাজ করছেন। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই ক্রমশ শাসকদলের নেতাদের ঘনিষ্ঠ বৃত্তে চলে আসেন তিনি। ১২ বছর পর চাকরিজীবন থেকে স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্রের খবর, অবসরের পরেই রাজেশ্বর সিংকে দলে টানতে চলেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে রাজেশ্বর লখনউতে কর্মরত। সেখানে ইডির জয়েন্ট ডিরেক্টর হিসাবে একাধিক মামলার তদন্তভার সামলাচ্ছেন তিনি। যার মধ্যে রয়েছে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির বহু নেতাও।