কয়েকদিন আগেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এবার তাঁর পথে হেঁটেই ‘হাত’ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আসতে চলেছেন সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। সম্ভবত, আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবারই তৃণমূলে যোগ দিতে পারেন সোমেন-জায়া শিখা।
গত মাসেই মুকুল রায়ের সঙ্গে শিখার কথা হয়েছে বলে জানা যায়। যদিও শিখা ঘনিষ্ঠ মহলের দাবি ছিল মুকুলের স্ত্রী বিয়োগের পর এটা ছিল সৌজন্যমূলক ফোন। আবার, কয়েকদিন আগে শিখা মিত্রকে ফোন করেছিলেন তৃণমূল নেত্রীও। যদিও সোমেন পুত্র জানিয়েছিলেন বাবার বাৎসরিক কাজের দিন বলেই ফোন করেছিলেন মমতা। এর সঙ্গে তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রসঙ্গ নেই বলেই উল্লেখ করেছিলেন তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সময় নাম এসেছিল শিখা মিত্রের। চৌরঙ্গী বিধানসভায় বিজেপির হয়ে দাঁড়ানোর কথা ছিল তাঁর। কিন্তু বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে প্রার্থী হননি শিখা। এর থেকেই স্পষ্ট তৃণমূলের প্রতি নরম তিনি।