ইভটিজিং রুখতে দিন দিন আরো তৎপর হয়ে উঠছে কলকাতা পুলিশ। ভরসন্ধ্যায় পার্কসার্কাস ময়দানে মহিলাদের উদ্দেশে কটূক্তি করছে একজন। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ আসছিল পুলিশের কাছে। অভিযোগের ভিত্তিতে সোমবার দিনের আলো কমতেই পার্কের ভিতরে সাদা পোশাকে প্রবেশ করেন কলকাতা পুলিশে কর্মরত দুই মহিলা অফিসার। তাঁদের দেখেই অশ্লীল মন্তব্য করতে শুরু করেন এক ইভটিজার। সঙ্গে সঙ্গে পিছন থেকে তার কলার চেপে ধরে কলকাতা পুলিসের মহিলা বাহিনী ‘উইনার্স টিম’।
সূত্র অনুযায়ী, প্রতিদিন বিকেলের পর পার্কসার্কাস ময়দানে ঘোরাঘুরি করে এই ব্যক্তি। পুলিশের কাছে খবর ছিল, সপ্তাহ খানেক ধরে সন্ধ্যায় পার্কসার্কাস ময়দানে মহিলাদের উদ্দেশে কটূক্তি ও অভব্যতা করছে এক যুবক। নাম সাদ্দাম হোসেন। তিলজলার বাসিন্দা সে। অভিযুক্তকে পাকড়াও করতে বিশেষ ছক কষে উইনার্স টিম। এদিন সন্ধ্যায় উইনার্স দলের দুই সদস্যাকে সাদা পোশাকে ময়দানে পাঠায় টিমের নেতৃত্ব। বাকিরা উর্দি পরা অবস্থায় ছিলেন গেটের বাইরে। জানা গিয়েছে, যুবকটির ছবি আগে থেকেই জোগাড় করেছিল প্রমীলা বাহিনী। সাদা পোশাকের মহিলারা দেখেন, পার্কের ভিতরে ওই যুবক বসে রয়েছে। সূত্রের খবর, প্রথমে সাদা পোশাকের দুই অফিসার সাদ্দামের সামনে দিয়ে গেলেও সে তাঁদের উদ্দেশে কোনও কটূক্তি করেনি। দ্বিতীয়বার তাঁরা নিজেদের টোপ হিসেবে ব্যবহার করে যুবকের সামনে ফের আসে। শেই সময় তাঁদের দেখেই কটূক্তির পাশাপাশি ও উত্ত্যক্ত করার চেষ্টা করে অভিযুক্ত। এই ফাঁদে পা দিতেই হাতেনাতে তাকে পাকড়াও করে কলকাতা পুলিসের উইনার্স টিম। ঘাড় ধরে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় থানায়।